রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

মতলবে প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে  মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫  

 শনিবার, ৪ অক্টোবর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-২ (মতলব) সংসদীয় আসনে জেলা বিএনপির নেতা, ঢাকা মহানগর ড্যাবের প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেন্টর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর চাঁদপুর - ২ মতলব  আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে দুই মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় শনিবার  অনুষ্ঠিত হয় ৬নং কলাকান্দা ইউনিয়ন ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।


ক্যাম্পের উদ্বোধন করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম, তিনি বলেন —
“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটিএকটি মানবিক আন্দোলন। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

এই বিভাগের আরো খবর